দেশের প্রেক্ষাগৃহে আসছে জয়ার ‘ফেরেশতে’

জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ চলতি মাসের ১২ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে সম্প্রতি সিনেমার পোস্টার শেয়ার করা হয়েছে, যেখানে লেখা হয়েছে, ‘শিগগিরই আসছে’। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, 'ফেরেশতে' সিনেমার মুক্তি নিয়ে সিনেমাসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তারা ১২ সেপ্টেম্বর মুক্তি দিতে চাচ্ছেন।

Movie

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমাটি সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প তুলে ধরে। জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এছাড়া, সিনেমাটির সহপ্রযোজকও জয়া নিজেই।

২০২২ সালে নির্মিত এই সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, ‘ফেরেশতে’ সামাজিক বার্তা এবং মানবিক সংবেদনশীলতার দিক থেকে দর্শক হৃদয় ছুঁয়ে যাবে।