বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, আপাতত চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই। বরং এই সময়টা তিনি মাতৃত্বকে কেন্দ্র করেই কাটাতে চান।

নেহা ধুপিয়ার সঙ্গে ‘ফ্রিডম টু ফিড’ লাইভ সেশনে অংশ নিয়ে ইলিয়ানা মা হওয়ার অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, সন্তান জন্ম দেওয়ার পর অনেকবার মনে হয়েছে তিনি হয়তো নিখুঁত মা নন। কিছু সময় মানসিকভাবে ভেঙে পড়লেও ধীরে ধীরে বুঝেছেন, এটি স্বাভাবিক এবং মাতৃত্বেরই একটি অংশ।
বর্তমানে স্বামী মাইকেল ডোলানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইলিয়ানা। দম্পতি ২০২৩ সালের ১ আগস্ট প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানকে এবং চলতি বছরের ১৯ জুন দ্বিতীয় ছেলে কিয়ানু রাফে ডোলানকে স্বাগত জানান। সন্তানদের নিয়ে সুখে দিন কাটাচ্ছেন তারা।

ভক্তরা যদিও ইলিয়ানার বড় পর্দায় ফেরার অপেক্ষায়, তবে অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন- এ মুহূর্তে অভিনয়ে ফিরতে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না। সন্তানরাই এখন তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার।
সংকটাপন্ন ফরিদা পারভীনের পাশে দাঁড়াতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়