পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের সাহসী ও বিনোদনমুখর প্রতিভার প্রমাণ দিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) তিনি নিজের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘৪৪ বছর বয়সেও তিনি ভীষণ হট।’
স্বস্তিকা উল্লেখ করেছেন, ‘জেঠু মার্কা কিছু লোক এসে বলে, আমার বয়স হয়ে গেছে। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। মহা ঝামেলা তো।’
তিনি আরও লিখেছেন, সোশ্যাল মিডিয়ার ট্রোলারদের তিনি ‘স্ট্রেস বাস্টার’ হিসেবে দেখেন এবং তাদের মন্তব্যকে বিনোদনের উৎস হিসেবে গ্রহণ করেন।
কমেন্টে ধর্মেন্দ্র মন্ডল নামের একজন স্বস্তিকাকে সতর্ক করে লিখেছিলেন, ‘অনেক বয়স হয়ে গেছে, এবার অন্তত ভগবানের সংকীর্তন কর।’
তার উত্তরে স্বস্তিকা বলেছেন, ‘এই যে ধর্মেন্দ্র বাবু, আমাকে অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দ্য ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। আর বেশি সময় নেই।
তিনি আরও যোগ করেন, ‘ওনার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভগবানই ওনাকে পাঠিয়েছেন।’
স্বস্তিকার এই সাহসী মন্তব্য এবং তীক্ষ্ণ বাচনভঙ্গি আবারও দেখিয়েছে, তিনি নিজের বয়স এবং ট্রোলারদের সমালোচনা উভয়কেই হাস্যরসের মাধ্যমে মোকাবিলা করতে দ্বিধা করেন না। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তার ভক্তদের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করে।