যুক্তরাষ্ট্রে অমিত হাসান-শাবনূরের নাচের ভিডিও ভাইরাল

ঢালিউডের সোনালী দিনের জনপ্রিয় জুটি অমিত হাসান ও শাবনূর। পর্দায় এখন তাদের আগের মতো নিয়মিত দেখা না গেলেও, সুদূর যুক্তরাষ্ট্রে এই দুই তারকার এক অন্যরকম পুনর্মিলন নেটিজেনদের নজর কেড়েছে। সম্প্রতি অভিনেতা কাজী মারুফের আমন্ত্রণে তার বাসায় এক আড্ডায় মেতেছিলেন তারা, যার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

চিত্রনায়ক কাজী মারুফ নিজের ফেসবুক পেজ থেকে একটি লাইভ ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, অমিত হাসান ও শাবনূর তাদের জনপ্রিয় সিনেমা ‘বিদ্রোহী সন্তান’এর কালজয়ী গান ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও’ এর তালে নাচছেন। শুধু তাই নয়, অমিতের সঙ্গে তাল মিলিয়ে শাবনূরকেও গানটি গাইতে দেখা যায়। তাদের এই স্বতঃস্ফূর্ত আড্ডা ও খুনসুটি ভক্তদের ফিরিয়ে নিয়ে গেছে নব্বই দশকের সেই রুপালি পর্দার স্মৃতিতে।

ছেলে আইজানের ইচ্ছায় বর্তমানে আমেরিকা ভ্রমণে রয়েছেন শাবনূর। সেখানে তিনি দেশটিতে বসবাসরত ঢালিউড তারকাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। মারুফের বাসায় এই আড্ডায় অমিত হাসান ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে শাবনূরকে দেখা গিয়েছিল প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে একান্ত সময় কাটাতে। এছাড়াও চিত্রনায়ক মামনুন ইমন এবং রেসিসহ আরও অনেকের সঙ্গেই দেখা হয়েছে এই সুপারস্টারের।

অনেকদিন পর্দার আড়ালে থাকলেও ভক্তদের জন্য সুখবর হলো শাবনূর নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। ওজন কমিয়ে তিনি আবারও ফিরছেন শুটিং সেটে। যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরলেই শুরু করার কথা রয়েছে তার নতুন সিনেমা 'রঙ্গনা'র কাজ।

বিদেশে থাকলেও প্রিয় তারকাদের এমন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।