নতুন পরিচয়ে আসছেন বালাম

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। এবার বড় পর্দায় দেখা যাবে এই গায়ককে। নীলচক্র’ নামে নতুন একটি সিনেমা তৈরি হচ্ছে। মিঠু খান পরিচালিত ছবিটির প্রধান চরিত্রের অভিনেতা আরিফিন শুভ। সেই সিনেমায় বালামও আছেন। 

অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ ছবিতে দুটি গানের সঙ্গেও জড়িয়ে আছে বালামের নাম। একটি গান সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি, যে গানের কথা রবিউল ইসলাম জীবনের। আরেকটি গানের শুধু সংগীতায়োজন করেছেন, যেটি গেয়েছেন র‍্যাপার সাফায়েত।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি গেয়ে নতুন করে আলোচনায় আসেন বালাম।‘প্রিয়তমা’ ছবি দিয়ে দাপুটে ফেরা বালাম ১০ মাসের মাথায় আবার এলেন আলোচনায়। এবার ‘রাজকুমার’ ছবির শিরোনাম সংগীতে। বালাম ও কোনালের দ্বৈত কণ্ঠের এই গানটি প্রকাশের কিছুদিন পর বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয়। এদিকে ‘হান্নান’ নামে আরেকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গান শুধু নয়, বালাম বেশ কয়েকটি নতুন গান তৈরি করেছেন। পর্যায়ক্রমে এসব গান প্রকাশিত হবে তাঁর নিজের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে।