ওটিটিতে আসছে শাকিবের ‘রাজকুমার’!

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি। ঢালিউড জগতের বিশাল একটি অংশজুড়ে রয়েছে শাকিব খান। বড় কোনো উৎসব মানেই শাকিবের সিনেমা মুক্তি। বলা যায় ঈদুল ফিতরে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘রাজকুমার’ ।

rajkumer 1

এতদিন দর্শকরা সিনেমাটি হলে টিকিট কেটে দেখলেও এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

জানা গেছে, শাকিবের ‘রাজকুমার’ সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। এরই মধ্যে সিনেমার প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বঙ্গ কর্তৃপক্ষ।

এ বিষয়ে ‘বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেছেন, “ঈদুল ফিতরে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও সিনেমাটি নিয়ে আগ্রহী। অনেক দর্শক অনলাইনে সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এজন্য সিনেমাটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি।”

এরই মধ্যে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে। তবে কবে নাগাদ এটি মুক্তি পাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আসছে ঈদুল আজহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে সিনেমাটি।

‘রাজকমুার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়া অভিনয়ে আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।