সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। তারা দুইজনই ছোট পর্দার অভিনেত্রী। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কেবল বাকি ছিল বড় পর্দায় অভিষেক হওয়া।
সেটাও আর বাকি রইলো না। আসন্ন ঈদুল আজহায় দুই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দা এই দুই তারকা। ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন সাবিলা, অন্যদিকে শরিফুল রাজের ইনসাফে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।
ইতোমধ্যেই সিনেমার দুইটি আইটেম গানে দেখা মিলেছে এই দুই অভিনেত্রীকে। তাণ্ডবে ‘লিচুর বাগান’ নিয়ে হাজির হয়েছেন সাবিলা নূর, ইনসাফে ‘আকাশেতে লক্ষ তারা ২.০’–তে দেখা মিলেছে আবেদনময়ী তাসনিয়া ফারিণের।
ছোট পর্দার এই দুই অভিনেত্রীর বড় পর্দায় এমন পারফরম্যান্স ভক্তদের মধ্যেও আশা জাগিয়ে দিয়েছে। বিশেষ করে সহশিল্পীদের। যাদেরই একজন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ফারিণ ও সাবিলা নূরকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই দুই অভিনেত্রীর ছবি প্রকাশ করে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

এদিকে মেহজাবীনের সেই ফেসবুক পোস্টে একজন লিখেছেন, তারা নায়িকা হিসেবে পারফেক্ট নয়। নেটিজেনের সেই মন্তব্য নজর এড়ায়নি মেহজাবীনের।
পাল্টা জবাবে তিনি লিখেছেন, ‘হাহাহাহা, কতটা ব্যাকডেটেড! দয়াকরে যান, যেখানে আপনার যা ভাল্লাগে সেটাই দেখুন।’
এছাড়া অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন। কেউ ফারিণ ও সাবিলাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, কেউ আবার তাদের নিয়ে হতাশাও প্রকাশ করেছেন।
