তাহসানের গান গাওয়া নিয়ে শঙ্কা

হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে সংগীত শিল্পী ও অভিনেতা তাহসানের কণ্ঠনালীতে। এতে তার ভবিষতে গান গাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছয় বছর আগে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন।

তাহসান বলেন, “আমি আগে কখনো এই কথাগুলো বলিনি, আজকে সবার সঙ্গে শেয়ার করি। ছোটবেলায় গান শিখেছি বাবা মায়ের অনুপ্রেরণায়। শুরুর দিকে গান শেখাটা উপভোগ করতাম না, তারপর আস্তে আস্তে উপভোগ করতে শুরু করলাম। ফ্রেন্ডের সঙ্গে গান গাইছি, ব্যান্ডে গান গাইছি, কনসার্ট করছি। গান গাইতে পারাটা যে একটা আশীর্বাদ, এটা খুব বেশি অনুভব করতাম না। কিন্তু একটা সময়ে হেটেরোটোপিয়া নামক এক রোগ ধরা পড়ে আমার কণ্ঠনালীতে, ২০১৮ সালের দিকে শুরু।”

Thasan khan

তিনি বলেন, “এই সমস্যায় গলার গঠন পরিবর্তন হয়ে যায়, গান গাওয়ার ক্ষমতা কমে যায়। ২০১৮ সালের পর থেকে কণ্ঠনালীর সমস্যার কারণে আগের মতো আর অনায়সে গাইতে পারি না। একসময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়ত আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। যখন এটা প্রকট হয় একবারেই গান গাইতে পারি না। আর এ কারণে গান অনেক কমে গেছে।

তাহসান বলেন, “আজকে এই কথাগুলো প্রকাশ করার কারণ হল যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। আর মেডিক্যাল টার্মে এটা ঠিক হওয়ার সম্ভাবনা নেই।”

ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, “আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার এই সমস্যা প্রকট হয়েছে। আর দোয়া করবেন যেন এই সমস্যা যতটুকু হয়েছে, এর বেশি যেন না হয়।”