বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়গুণে দর্শকদের নজর কেড়েছেন তিনি। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, টালিউডের সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।
ওপার বাংলার পরিচালক প্রতিম ডি গুপ্তের ছবি ‘চালচিত্র’-র মাধ্যমে বড় পর্দার পাশপাশি টলিউডে আত্মপ্রকাশ করলেন অভিনেতা। শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত প্রথম সিনেমা ‘চালচিত্র’।
কথা ছিল এ দিন কলকাতায় যাবেন তিনি, স্ক্রিনিংয়েও উপস্থিত থাকবেন। কিন্তু ভারতে যাওয়া হলো না অভিনেতার। যদিও ছবিমুক্তি নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন তিনি। ভারতে যাওয়ার ভিসা পর্যন্ত পেয়েছিলেন। তারপরও ভারতে যেতে পারলেন না অপূর্ব।
জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে কিছুটা দূরে রাজশাহীর এক প্রত্যন্ত অঞ্চলে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা, ফলে ভারতে যেতে পারেননি তিনি।
অপূর্বর কথায়, যাওয়ার ইচ্ছা ছিল, তবে শ্যুটিংয়ের ব্যস্ততার কারণেই ভারতে যাওয়া হয়নি।
‘চালচিত্র’ ছবিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে চার অভিনয়শিল্পী টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসুকে। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত।