বাঙালি কখনও ভয় পায় না

অভ্যুত্থান আমাদের রক্ত ও মাটিতে মিশে আছে : নওশাবা

আজ ৫ আগস্ট ‘জুলাই বিপ্লবে’র বর্ষপূর্তি। গেল বছরের এই দিনে পতন ঘটে স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সক্রিয় ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দাবি আদায়ে গলা চড়িয়েছিলেন তিনিও। 

অভিনেত্রী কাজী নওশাবা বলেন সবকিছুর উর্ধ্বে গিয়ে আশা, ভরসা এবং আস্থা নিয়ে রাজপথে নেমেছিলাম। সে আশা ভরসার সবচেয়ে বড় উদাহরণ আমরা প্রচুর মানুষ হারিয়েছি, শিশুদের হারিয়েছি। সেই জায়গাগুলো প্রতিদিন মনে রাখা খুব জরুরি।

তিনি আরও বলেন, গত এক মাস ধরে আমি থিয়েটার নিয়ে ব্যস্ত আছি। আমার একটা ছোট দল আছে। সেটি নিয়ে জুলাই যোদ্ধাদের জন্য কাজ করছি। যেহেতু তারা একটা অবসাদের ভেতর দিয়ে গেছেন, চেষ্টা করেছি খুবই সীমিতভাবে ৫০ জনের মতো জুলাই যোদ্ধাকে একসাথে করার। তাদের নিয়ে ৮ আগস্ট ঢাকা শিল্পকলার মূল হলের মঞ্চে ‘আগুনি’ নাটকটি করব। আমার সকল ধ্যান, জ্ঞান, সময় নাটকের দিকে। এটাই শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।