বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক বলিউড সিরিজে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। দর্শকদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো তার ফার্স্ট লুক ও টিজার।
সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে দেখা যাবে শুভকে। সিরিজটির নির্মাতা জনপ্রিয় কলকাতার পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভকে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
কয়েক সেকেন্ডের টিজারে শুভকে দেখা গেছে একাধিক রূপে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার ঝকঝকে সাদা স্যুট পরে নাচছেন। আরেকটি দৃশ্যে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় হাজির হয়েছেন তিনি। প্রতিটি লুকেই ১৯৭০-এর দশকের রেট্রো আবহ ফুটে উঠেছে, চুল ও পোশাকেও ধরা দিয়েছে সেই সময়ের ছাপ।
সিরিজটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনি মিত্রা। এছাড়া টালিউড ও বলিউডের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ যুক্ত হয়েছেন। পুরো শুটিং হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যাতে দর্শকরা যেন সত্যিই ৭০-এর দশকের পরিবেশ অনুভব করতে পারেন।
প্রযোজনা সংস্থার দাবি, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্প দর্শকদের জন্য হবে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। শুভর ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
বলিউডে শুভর এই আত্মপ্রকাশ ভক্তদের জন্য বড় সুখবর হিসেবে দেখা দিচ্ছে। এখন সবার অপেক্ষা সিরিজটির পূর্ণাঙ্গ টিজার প্রকাশের দিকে, যা দিয়ে বোঝা যাবে- বলিউডে শুভর নতুন যাত্রা কতটা সফলভাবে শুরু হতে যাচ্ছে।