প্রথমবারের মতো ঢাকায় আগমন করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আয়োজিত এক ইভেন্টে অংশগ্রহণের জন্য তিনি ঢাকায় আসেন। অনুষ্ঠানটি শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
ইভেন্টে উপস্থাপক সৌমিক আহমেদ হানিয়াকে প্রশ্ন করেন, ঢালিউডের মেগাস্টার শাকিব খান নাকি বলিউডের বাদশা শাহরুখ খানের মধ্যে কার প্রতি তার ঝোঁক। পাকিস্তানি অভিনেত্রী শাকিব খানের প্রতি সমর্থন জানিয়ে তাকে বেছে নেন। হানিয়া জানান, তিনি শাকিবের ভক্ত।
শাকিব খানের পর্দার ক্যারিশমা ও স্টারডম দেশের মধ্যে তাকে কোটি দর্শকের কাছে জনপ্রিয় করেছে।
এদিকে হানিয়ার ঢাকার সফর কেবল ইভেন্টে অংশগ্রহণেই সীমিত নয়। জানা গেছে, শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ তে নায়িকা হিসেবে তার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, ‘প্রিন্স’-এ এপর্যন্ত শাকিবের বিপরীতে ইধিকা পালকে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল। তবে এবার শাকিবের সঙ্গে হানিয়া আমিরকে নিয়ে আলোচনা চলছে।
হানিয়া ঢাকায় সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকাকালীন সময়ে সংশ্লিষ্টদের সঙ্গে সিনেমা সংক্রান্ত প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন করবেন।