ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা শাকিব-অপুর

ঢাকাই ছবির মেগাস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় দশ বছরে পা দিল। ছেলে জয়ের জন্মদিনে বাবা-মা দুজনই আলাদাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা বাজতেই ছেলে জয়ের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেশের বাইরে একটি পার্কে বাবা-ছেলের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে ওঠে।

Abram Khan Joy55

ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন,‘শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন একজন সৎ, সাহসী এবং দয়ালু মানুষ হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে যেন সবসময় সুখ, শান্তি এবং সফলতার পথ খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি।’

শাকিবের এই পোস্ট দেখে ভক্তরা আবেগ, ভালোবাসা প্রকাশ করেন; জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপরই ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

Abram Khan Joy33

অপু তার ফেসবুক আইডি থেকে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়, অন্যটিতে জন্মদিনের কেক দেখা যায়। ছবিগুলোর সাথে তিনি লেখেন, ‘‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।’

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৬ সালে জয়ের জন্মের পর তাদের বিয়ের খবর প্রকাশ পায়। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।