ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চলচ্চিত্রে ফেরার সুখবর দিলেন পপি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে অভিষেক হওয়া অভিনেত্রী সাদিকা পারভীন পপি আবারও সিনেমা জগতে ফিরছেন। টানা দুই দশকেরও বেশি সময় চলচ্চিত্রে কাজ করার পর সর্বশেষ ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবির শুটিং করেন তিনি। এরপর দীর্ঘ পাঁচ বছর আড়ালে ছিলেন। এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসলেও পারিবারিক বিরোধের কারণে পুনরায় আড়ালে চলে যান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে পপি জানান, তিনি চলচ্চিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, অভিনয়ে ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পুরোনো কয়েকটি কাজ শেষ করব। এরপর নিজের মতো করে ফিরব। পপির পরিকল্পনা অনুযায়ী এবার তিনি সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত হবেন।

অভিনেত্রী সাদিকা পারভীন পপি

পপির কথায়, আমি সিনেমা প্রযোজনা করব। আগেও প্রযোজনা করেছি। ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকলে বেশি ভালো লাগবে। এক সময় মনোয়ার খোকন পরিচালিত একটি ছবি প্রযোজনা করতে গিয়ে প্রায় ২০ লাখ টাকা লোকসানের মুখে পড়তে হয় তাকে। পপির মতে, টিমের অসহযোগিতার কারণে সেই ক্ষতির শিকার হয়েছিলেন। তবে দীর্ঘ অভিজ্ঞতার কারণে এবার প্রযোজনায় আত্মবিশ্বাসী। এর আগেও তিনি ‘কিডন্যাপ’ ও ‘জীবন মানেই যুদ্ধ’সহ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন।

খুলনার সোনাডাঙ্গায় জন্ম নেওয়া পপি ছয় ভাইবোনের মধ্যে সবার বড়। স্কুলজীবনেই লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয় শুরু করেন। তবে দর্শকের কাছে পরিচিতি পান মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে।

‘কুলি’ ছবির ব্যবসাসফলতা পপিকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর একের পর এক সিনেমার প্রস্তাব আসে। শুটিংয়ের ব্যস্ততার কারণে উচ্চশিক্ষা শেষ করতে না পারায় আজও তার মধ্যে আফসোস থেকে গেছে।

NB/AHA
আরও পড়ুন