ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস ফের একসঙ্গে দেখা দিলেন ছেলের জন্মদিন উপলক্ষে। তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ১০ বছরে পা রাখায় রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পারিবারিক আয়োজনে যোগ দেন শাকিব-অপু। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে মিলেই জয়ের জন্মদিন উদযাপন করছেন শাকিব ও অপু। বাবার কোলে বসে থাকা জয়ের সামনে রাখা জন্মদিনের কেক কেটে তাকে খাওয়ান মা অপু বিশ্বাস। এরপর জয়কে দিয়ে শাকিব খানকেও কেক খাওয়ানো হয়। পুরো পরিবেশ ছিল আনন্দঘন।
এ আয়োজনে শাকিবের পরিবারের অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা শাকিব-অপু ও তাদের সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দেন। অনেকে মন্তব্য করেছেন, সন্তানের জন্য হলেও বাবা-মায়ের এমন একসঙ্গে থাকা আনন্দের।
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের একমাত্র ছেলে জয় জন্ম নেয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। পরে সম্পর্কের টানাপোড়েনে তারা আলাদা হয়ে যান। তবে সন্তানের কারণেই বিশেষ মুহূর্তে এই জুটিকে এখনও একসঙ্গে দেখা যায়।