ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সামাজিক মাধ্যমে দ্যুতি ছড়ালেন পরীমনি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে ফের নজর কেড়েছেন তার নতুন ফটোশুটের মাধ্যমে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি একটি গহনার ব্র্যান্ডের জন্য শেয়ার করা ছবিতে ভক্তদের সামনে এলেন নতুন লুকে।

ছবিতে পরীমণিকে এদিন নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায়, যেটি কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে পরেছেন মানানসই ভারী গহনা, যেমন- নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি পরেছেন। বলা বাহুল্য, তার এই আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 

এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তরা পরীমণির সৌন্দর্যের প্রশংসা করেন। হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট। এক ভক্ত লিখেছেন,‘আপনাকে দেখতে রানীর মতো লাগছে।’ অনেকে তার ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন।

NB
আরও পড়ুন