আঘাত নয়, ভালোবাসা নিয়েই বিদায় নিতে চাই: তাহসান

সংগীতশিল্পী তাহসান খানের গানের ক্যারিয়ার তার সুর-ছন্দের মতোই স্বাভাবিক চলছিল। দীর্ঘ পঁচিশ বছর ধরে গান গেয়ে শ্রোতাদের মন জয় করে আসছিলেন, কিন্তু ক্যারিয়ারের রজত জয়ন্তীতে পা রেখেই তার এক ঘোষণায় শ্রোতা-ভক্তদের হৃদয় ভেঙে গেছে। কারণ, আর গান করবেন না তাহসান, নিজেকে গুটিয়ে ফেলবেন।

গত রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়ে তাহসান কয়েকটি গান গেয়ে শোনান। এই পারফর্মেন্সের পর ভক্ত-শ্রোতাদের মনে প্রশ্ন জাগে, এটাই কি তবে তাহসানের শেষ পারফর্ম হতে যাচ্ছে?

মঞ্চে পারফর্ম শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে তাহসান তার সিদ্ধান্ত এবং ব্যক্তিগত ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই যে এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ, কারণ মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয় যে আমি কী বলছি।’

সংগীতশিল্পী তাহসান খান

তবে তার এই সিদ্ধান্ত গ্রহণের মূল কারণ ব্যাখ্যা করে তাহসান জানান, অনেক বছর আগে তার ভাই তাকে বলেছিলেন যে, সঙ্গীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। প্রথম অ্যালবামের কাজ শুরুর সময় সেই কথাটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন তাহসান।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের কথা ছিল, যেকোনো শিল্পীর মেয়াদকাল খুব কম। তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে। সো আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম, যে আর্টিস্টের মেয়াদকাল কমও হতে পারে, কিন্তু আর্টিস্টকে তৈরি করা ‘আর্ট’ এর মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে।’

সংগীতশিল্পী তাহসান খান

তাহসান আরও স্পষ্ট করে বলেন, তিনি ততটুকু সময়ই কাজ করতে চান ‘যতক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের সেই ভালোবাসাটা পাবো।’ তিনি বলেন, অন্য পেশায় অবসর বা 'রিটায়ারমেন্ট' এলেও এই ক্যারিয়ারে যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। তাই, ‘সো ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটার।’

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে তাহসান এটিকে তার শেষ ট্যুর বলে ঘোষণা করেন এবং জানান যে ধাপে ধাপে তিনি গান থেকে পুরোপুরি সরে আসবেন।