অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এক বিস্ফোরক ঘোষণা দিলেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বাংলা ও হিন্দি সিনেমার নেপথ্য কণ্ঠদান বা প্লে-ব্যাক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোটি ভক্তকে হতাশ করে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, তা নিজেই খোলসা করেছেন এই শিল্পী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের এই সিদ্ধান্তের কারণ জানিয়ে অরিজিৎ লেখেন, "এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি।" তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে করতে তার মধ্যে একঘেয়েমি চলে এসেছে। এই একঘেয়েমি কাটাতে এবং নতুন ধরনের সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই তিনি এই সাহসী পদক্ষেপ নিয়েছেন।

অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে শুধু ব্যক্তিগত কারণ নয়, রয়েছে মহৎ এক উদ্দেশ্যও। তিনি চান নতুন প্রজন্মের মেধাবী শিল্পীরা সামনে আসুক। নতুনদের অনুপ্রেরণা হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি।’

২০১০ সালে তেলুগু ছবি 'কেডি'-র মাধ্যমে সিনেমা জগতে পা রাখা অরিজিতের বলিউডে অভিষেক হয় 'মার্ডার ২' ছবির মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' ছবির গান তাকে রাতারাতি বৈশ্বিক মহাতারকায় পরিণত করে। দীর্ঘ ২০ বছর ধরে সিনেমার গানে অপ্রতিদ্বন্দ্বী রাজত্ব করার পর এখন তিনি সংগীতের অন্য কোনো আঙিনায় ডুব দিতে চাইছেন।

ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, প্লে-ব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গ ছাড়ছেন না তিনি। বরং সিনেমার ধরাবাঁধা ছকের বাইরে গিয়ে স্বতন্ত্র বা স্বাধীন ধারার সংগীত (Independent Music) এবং নতুন ঘরানার মেলোডি নিয়ে কাজ করতেই এই বিরতি নিচ্ছেন অরিজিৎ সিং।

অরিজিতের এই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ভক্ত তার নতুন সংগীতযাত্রার জন্য শুভকামনা জানালেও, সিনেমার পর্দায় তার অভাব পূরণ হওয়া অসম্ভব বলে মনে করছেন অনেকে।

NB
আরও পড়ুন