প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন জয়া

প্লাস্টিক সার্জারি নিয়ে সাধারণত প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না বাংলাদেশের অভিনেত্রীদের। তবে এবার সেই ব্যতিক্রম ঘটালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। এক বেসরকারি গণমাধ্যমের শোতে অংশ নিয়ে এ বিষয়ে সরাসরি কথা বলেন তিনি।

Jaya Ahsan

শোতে আলাপের এক পর্যায়ে জয়া বলেন, ‘মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা।’

Joya Ahsan

তিনি আরও বলেন, ‘বোটক্স, এটা–সেটা ব্যবহার করি—এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি দেখি মাঝেমধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায়।’

Jaya Ahsan

তবে অভিনেত্রী নিজে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কি না, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

এ সময় ট্রল প্রসঙ্গেও কথা বলেন তিনি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে তার বলা ‘মারোওও’ সংলাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়। 

Jaya Ahsan4

এই প্রসঙ্গে জয়া বলেন, এটা খুব দরকার ছিল, ভালো হয়েছে তো, পচানি খাইছি না। সব সময় সবকিছুতে সফল হব? ভুল করেছি, সেটাই ঠিক আছে। আমার জীবনে কোনো কিছু ভুল না। ওই ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি।

Jaya Ahsan3

২০২৫ সাল জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার নতুন ছবি ‘ফেরেশতে’। পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘জয়া আর শারমিন’ ও ‘নকশীকাঁথার জমিন’।