মেহজাবীনের নতুন সিনেমার গুঞ্জন

ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এরই মধ্যে মুক্তিপ্রাপ্ত তার দুটি সিনেমা ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এবার নতুন গুঞ্জন ‘দম’ সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না ছবির পরিচালক রেদওয়ান রনি। ফোনেও পাওয়া যায়নি মেহজাবীনকে। তবে সিনেমাটির সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ‘দম’ ছবিতে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করছেন মেহজাবীন।

Mehjabeen3

এর আগে গুঞ্জন উঠেছিল, ছবিটিতে পূজা চেরি অভিনয় করবেন। তবে সে সময় পূজা বা প্রযোজনা সংস্থা কেউই এ বিষয়ে মন্তব্য করেননি। এখন মেহজাবীনের নাম সামনে আসায় অনেকেই ভাবছেন, তবে কি সিনেমা থেকে বাদ পড়েছেন পূজা চেরি?

Mehjabeen2

সব জল্পনার অবসান হতে পারে আজ বুধবার। রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দম’ সিনেমার সংবাদ সম্মেলন। সেখানেই সিনেমাটির পূর্ণাঙ্গ শিল্পী তালিকা ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Mehjabeen

গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে।