'প্রিয়দর্শিনী' মৌসুমীর জন্মদিন আজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও প্রিয়দর্শিনী মৌসুমীর ৩ নভেম্বর জন্মদিন। খ্যাতিমান এই গুণী শিল্পী পা রাখলেন জীবনের ৫২তম বছরে।

১৯৭৩ সালের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবা নাজমুজ্জামান মনি এবং মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনয় ও গানের প্রতি প্রবল আগ্রহ ছিল তার। স্বপ্ন পূরণের পথে তিনি অংশ নিয়েছিলেন জনপ্রিয় প্রতিযোগিতা ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’এ এবং বিজয়ী হন। এরপরই টেলিভিশনের বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

Actress Mousumi2

চলচ্চিত্রে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর জনপ্রিয় ছবি। বেশ অল্প সময়ের মধ্যেই 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর' , 'স্নেহ' এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।

Actress Mousumi3

দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।

Actress Mousumi4

‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ এবং ‘দেবদাস’ এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করার জন্য  পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মানজনক পুরস্কার।

Actress Mousumi5

উল্লেখ্য, অসহায় মানুষের জন্য কাজ করতে 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামে তার একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন। ২০২৩ সাল থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। স্বামী অভিনেতা ওমর সানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও অভিনেত্রীর মা অসুস্থ হওয়ায় দীর্ঘ ২ বছর যুক্তরাষ্ট্রেই মায়ের সেবাযত্ন করছেন প্রিয়দর্শিনী এ নায়িকা।