আবারও বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান 

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান তার প্রথম নির্মিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ দিয়ে আলোচনায় আসার পরই ফের নতুন বিতর্কে জড়ালেন। সম্প্রতি বেঙ্গালুরুর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে জনসমক্ষে ‘অশালীন’ ইঙ্গিত করার অভিযোগ উঠেছে এই তরুণ নির্মাতার বিরুদ্ধে, যার ভিডিও এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে আরিয়ান খান বেঙ্গালুরুতে যান। সেখানে অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে তাকে দেখা যায়।

অভিযোগ উঠেছে যে, পাব-এ বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্তে আরিয়ান খান জনসমক্ষে নিজের মধ্যমা আঙুল দেখিয়ে অশালীন ইঙ্গিত করেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শাহরুখপুত্রকে এমন ভঙ্গিমায় দেখে দর্শকের একাংশ তীব্র বিরক্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, আরিয়ানের বিরুদ্ধে যেন পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। যদিও কর্ণাটকের পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি।

Aryan

উল্লেখ্য, ‘২০২১ সালের মাদক-কাণ্ডের পরে বেশ কিছু দিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান, শাহরুখসহ গোটা খান পরিবারকে। সেসময় এ প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কভিডের কারণে নিশ্চয় আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব ছবি ফ্লপ করে। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথাও লিখে ফেলেছিল।’

তবে এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। কিন্তু এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার পালা।