ভেঙে গেল জয়-মাহির ১৫ বছরের সংসার

দীর্ঘ এক দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ। বেশ কিছুদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে নতুন বছরের শুরুতেই পথ আলাদা করার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাহি ভিজ নিজেই তাদের এই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এই বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি বা নেতিবাচক কারণ নেই বলে দাবি করেছেন তারা। তারা লিখেছেন, ‘দাম্পত্য ভাঙলেও আমাদের বন্ধুত্ব রয়ে যাবে। আমরা সবসময় পরস্পরের পাশে রয়েছি।’

জয় ও মাহির সংসারে রয়েছে তিন সন্তান (এক সন্তান রাজবীর ও খুশির আইনত অভিভাবক তারা, এবং নিজেদের কন্যাসন্তান তারা)। বিচ্ছেদের পর সন্তানরা কার কাছে থাকবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না দিলেও সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে তারা অত্যন্ত ইতিবাচক।

বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, ‘তিন সন্তানের জন্য মা-বাবা হিসেবে আমরা সবসময় একসঙ্গে থাকব। আমাদের পথ আলাদা হয়েছে ঠিকই, কিন্তু সন্তানদের যেকোনো সমস্যায় আমরা একে অপরের পাশে আছি।’

২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি বিজ ও জয় ভানুশালি। ২০১৭ সালে তারা সন্তান খুশি ও রাজবীরকে দত্তক নেন। দুই বছর পরে ২০১৯ সালে তাদের কন্যা তারা জন্মগ্রহণ করে। ভারতের রিয়েলিটি শো 'নাচ বলিয়ে'–এর পঞ্চম সিজনে একসঙ্গে অংশগ্রহণ করে পরিচিতি পান জয়-মাহি।

দীর্ঘ ১৫বছরের সুখী গৃহকোণে বিচ্ছেদের সুর গত বছর থেকেই বাজছিল। সোশ্যাল মিডিয়ায় এই জুটি অত্যন্ত জনপ্রিয় হলেও বেশ কিছুদিন ধরে তাদের একসঙ্গে কোনো পোস্ট বা অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না। নেটিজেনদের মাঝে ছড়ানো সেই গুঞ্জনই অবশেষে আজ বাস্তবে রূপ নিল।