বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত কটাক্ষ ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে তার স্ত্রী, অভিনেত্রী হেমা মালিনীকে। দীর্ঘ দুই মাস নীরব থাকার পর অবশেষে একটি স্মরণ সভার আয়োজন করে সেসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে হেমা বলেন, ‘এটি এমন একটা সময় ছিল যখন আমরা একটা পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে ছিলাম। এমন একটা ধাক্কা যেটা সহ্য করা কঠিন ছিল। এক মাস ধরে উনি ভালো বোধ করছিলেন না যার ফলে ওকে আমরা হাসপাতালে ভর্তি করাই।’
এরপর বলেন, ‘প্রত্যেকবার উনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতেন। আমরা ভেবেছিলাম এবারও তাই হবে। উনি আমাকে জন্মদিনের শুভেচ্ছাও জানান। ওর জন্মদিনের জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। তার মধ্যেই হঠাৎ করে খবর এলো যে উনি আর নেই।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন তথ্য নিয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে তখন বলছিলেন যে আমার চোখ ফুলে গেছে আমি খুব কান্নাকাটি করেছি। কিন্তু আমি বারবার এটুকুই বলতে চাই যে আমি ভেতর থেকে ভীষণ শক্তিশালী একজন মানুষ। নিজের আবেগকে ধরে রাখতে জানি। ২০ বছর আগে যখন আমার মা মারা যান, তখন আমি ভাবিনি যে আমার মাকে ছাড়া আমি বাঁচব, কিন্তু জীবন আমাদের কঠিন থাকার জন্য শিক্ষা দেন।’
হেমা বলেন, ‘জীবন কারও জন্য থেমে থাকে না। এখনো ওর পছন্দসই খাবার আমরা বাড়িতে তৈরি করি। যখনই এগুলো তৈরি করা হয় আমরা ওকে খুব মিস করি। এই ভাবেই আমরা ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
গত বছরের অক্টোবরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ১৬ দিন চিকিৎসার পর ১২ নভেম্বর তিনি বাড়ি ফেরেন। পরিবারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল তিনি অনেকটা সুস্থ। তবে এর মাত্র কয়েকদিন পর, গত ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কালজয়ী অভিনেতা।
ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট
বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আর নেই