জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিকের একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই ছবিতে দেখা যাচ্ছে গায়কের হাতে স্যালাইনের লাইন এবং চোখে-মুখে ক্লান্তির ছাপ। প্রিয় শিল্পীর এমন আকস্মিক অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগী।
সম্প্রতি আরমান নিজেই নিজের এই শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন। গত কয়েক দিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ কঠিন সময় পার করছেন বলে জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেওয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেওয়ার সময়।’
শুধু এক্স-এই নয়, ইনস্টাগ্রাম স্টোরিতেও একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন এই গায়ক। সেখানে লেখা ছিল, ‘এ বছর যাদের যত্ন নেওয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।’ আরমানের এই পোস্ট দেখে ভক্তদের ধারণা, কাজের অতিরিক্ত চাপ এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলার কারণেই হয়তো বড় কোনো শারীরিক ধকলের শিকার হয়েছেন তিনি। তবে ঠিক কী রোগে তিনি আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি।
আরমান মালিকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা কমেন্ট বক্সে শুভকামনার বন্যা বইয়ে দিচ্ছেন। কেউ দ্রুত আরোগ্য কামনা করছেন, আবার কেউ তাকে কাজ কমিয়ে বিশ্রামের পরামর্শ দিচ্ছেন। এক ভক্ত লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে গান নিয়ে ফিরে আসুন আরমান ভাই।
বলিউডসহ ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী এই তরুণ তারকা বর্তমানে চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে রয়েছেন। আপাতত নতুন কোনো কনসার্ট বা রেকর্ডিংয়ে তাকে দেখা যাচ্ছে না।