ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ইতোমধ্যেই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা হিসেবে শীর্ষে নিজের নাম লিখিয়েছেন। তবে এবার সেই সীমানাও ছাড়িয়ে গেলেন এই অভিনেতা। নতুন সিনেমা, ‘লাল সালাম’- এ অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ৪০ কোটি রুপি।
হয়তো সবাই ভাবছেন, ৪০ কোটি রুপি কী এমন পারিশ্রমিক। ভারতের অভিনেতারা তো এর চেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে রজনীকান্ত প্রধান চরিত্রে জন্য নয়, অতিথি শিল্পী হিসেবে পারিশ্রমিক নিয়েছেন ৪০ কোটি রুপি। যেখানে তাকে দেখা যাবে মাত্র আধা ঘণ্টা।
সেই হিসেবে রজনীকান্ত প্রতি মিনিট পর্দায় মুখ দেখাতে এক কোটি রুপিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন। যা একটি নতুন রেকর্ড। এছাড়া এই সিনেমার পরিচালক রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত।
ঐশ্বরিয়া পরিচালিত এবং রজনীকান্ত অভিনীত 'লাল সালাম' ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। রজনীকান্তকে ঘিরেই সিনেমাটি এখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যদিও সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিষ্ণু বিশাল এবং বিক্রান্ত এবং সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।