বলিউডের অন্যতম সেরা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বিয়ের বেশ কয়েক বছর হলেও, এখনো তাদের ঘরে কোনো নতুন খবর মেলেনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীপিকা বাচ্চার পরিকল্পনার কথা বলেছেন। দীপিকার কথায়, ‘‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। আমরা অপেক্ষা করছি যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’’ এবার সেই স্বপ্নই পূরণ হচ্ছে অভিনেত্রীর! যদিও এই বিষয়ে দীপিকা বা রণবীরের দিক থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন দীপিকা। পোশাকাশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আইভরি রঙের চুমকি শাড়িতে নজর কাড়েন অভিনেত্রী। বাফটায় সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়।
তেমনই চর্চা শুরু হয়েছে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে। সূত্রের খবর, মা হতে চলেছেন অভিনেত্রী। এ বছর বর্ষার মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান। সূত্র: বলিউড লাইফ, আউটলুক ইন্ডিয়া।