সমালোচকদের যে চ্যালেঞ্জ দিলেন জয়া বচ্চন

বলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। সম্প্রীতি নাতনি নব্যা নাভেলি নন্দার পডকাস্ট অনুষ্ঠানে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন জয়া। অভিনয়ের জন্য যেমন প্রশংসিত তেমনই কিছু কাজের জন্য বেশ সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে জয়াকে। সেসব নিয়ে কোনো দিনই মাথা ঘামাননি জয়া। তবে এবার নাতনি নব্যার অনুষ্ঠানে সমালোচনা নিয়ে কথা বলেছেন তিনি।

এদিকে নাতনি নব্যা বেশ কড়া সঞ্চালক। সেখানে নব্যা তার নানি জয়া বচ্চনকে জিজ্ঞেস করেন, তিনি কীভাবে সমালোচনা সামলান। নব্যার প্রশ্নের উত্তরে জয়া বলেন, আমি একেবারেই কোনও সমালোচনা নিয়ে ভাবি না। আমার মনে হয় সকলেরই বাক স্বাধীনতা রয়েছে। তাই কে কী কথা বলবেন তা আমি আটকাতে পারি না। কিন্তু এড়িয়ে যেতে পারি। ইতিবাচক মন্তব্যে আমি সবসময় সমর্থন করি।

তার কথার ভিত্তিতে নব্যা বলেন, আসলে আমার মনে হয় আড়ালে থেকে খারাপ কথা বলা সহজ। নাতনির কথায় সমর্থন জানিয়ে জয়া বলেন, একেবারেই। আড়ালে বসে বাজে মন্তব্য করার মধ্যে কোনো বাহাদুরি নেই। যদি সাহস থাকে তা হলে সামনে এসেই বলতে পারে। কিন্তু সেই সাহস কারও আছে বলে আমার মনে হয় না। তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, যারা আড়ালে থেকে বাজে মন্তব্য বা সমালোচনা করেন তাদের আমি চ্যালেঞ্জ করছি যদি সাহস থাকে তা হলে সামনে এসে দাঁড়াতে।