হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড ‘শহেনশাহ’ অমিতাভ বচ্চন। শুক্রবার (১৫ মার্চ) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার সকালেই কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অস্ত্রোপচারের পর অমিতাভ নিজেই টুইট করেছেন। বিগ বি লিখেছেন, আপনাদের ধন্যবাদ। অমিতাভের টুইট থেকেই বোঝা যাচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর সুস্থই রয়েছেন তিনি।

গত বছর মার্চ মাসে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ। তখন বিগ বি নিজেই জানিয়ে ছিলেন বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। চিকিৎসকের কথায় দীর্ঘদিন বিশ্রামেও ছিলেন তিনি। অসুস্থতার কারণে গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও আসতে পারেননি।

জানা যায়, অতীতেও অস্ত্রোপচার হয়েছিল অমিতাভের। সেই বিষয়ে ব্লগে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। হাতে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁর। বয়স ৮১ হলেও নিয়মিত শরীরচর্চার মধ্যেই থাকেন অমিতাভ। জিমে গিয়ে ঘাম ঝরান অমিতাভ বচ্চন। সূত্র: বলিউড লাইফ, হিন্দুস্থান টাইমস।