মা থাকার পরও বাধ্য হয়ে মেয়ের দায়িত্ব নিলেন!

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। একই ছাদের নিচে ১৭ বছর ধরে আছেন। এই পথচলায় ঐশ্বরিয়া-অভিষেককে ঘিরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। প্রতিবারই সেসব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে একসঙ্গে হয়েছেন তারা। 

তবে কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, ফাটল ধরেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে। তবে মেয়ে আরাধ্যার কারণে এখনও সম্পর্কে আছেন তারা। সম্প্রতি অভিষেক বচ্চনকে ‘সিঙ্গল ফাদার’ হিসেবে পুরোদস্তুর দায়িত্ব পালনে ব্যস্ত দেখা গেল। পরনে অ্যাপ্রন। চোখে চশমা। যত্নসহকারে ‘মেয়ের’ চুল বেঁধে দিচ্ছেন অভিষেক বচ্চন! স্কুলের জন্য তৈরি করে দিচ্ছেন। এরকমই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শোনা যাচ্ছে, বউমা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে নাকি পরিবারে কারও বনিবনা হচ্ছে না! যদিও সম্প্রতি আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে অন্যরকম দৃশ্য দেখা গেছে। সপরিবারে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য জামনগরে গিয়েছিলেন বচ্চনরা। তবে অভিষেক-ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনা কিন্তু এখনও থামেনি! এসবের মাঝেই দিন কয়েক আগে শ্বেতা বচ্চনের জন্মদিনে অভিষেকের বিশেষ বার্তা চর্চার শিরোনামে। অভিনেতা লিখেছিলেন- দিদি তুইই আমার জীবনের সব…। এবার এসবের মাঝেই অভিষেক বচ্চনকে দেখা গেল ‘সিঙ্গল ফাদার’ অবতারে।

সিনেমার জন্যই ‘সিঙ্গল ফাদার’ হিসেবে ধরা দিয়েছেন অভিনেতা। যে বাবা মেয়ের স্বপ্নপূরণের জন্য দিনরাত এক করে চলেছেন, এমনই এক গল্প বলবে তার নতুন সিনেমা। যার নাম বি হ্যাপি। সূত্র: এনডিটিভি, লেটেস্ট লি।