বিনোদন জগতে আরবাজ পুত্রের অভিষেক

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ও আরবাজ খান। সাবেক এ দম্পতির আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। কয়েক দিন আগে শুরা খানকে বিয়ে করেন আরবাজ। উপস্থিত থেকে বাবা আরবাজের বিয়ে দেন আরহান। এবার বাবার বিয়ের পর চর্চায় আছেন মালাইকা পুত্র। পরিবারের অন্য সদস্যদের মতো আরহানও প্রবেশ করতে চলেছেন বিনোদন জগতে।

তার প্রথম পডকাস্টের ট্রেলার সম্প্রতি লঞ্চ করা হয়েছে, যা রীতিমতো ভাইরাল বলা চলে। তবে এই বিশেষ পর্বে তার বাবা-মা ছাড়াও এতে সালমান খানের গ্র্যান্ড এন্ট্রি দেখা গেছে।

মালাইকা অরোরা এবং আরবাজ খানের ছেলে আরহান খানের আসন্ন পডকাস্টের নাম ‘ডাম্ব বিরিয়ানি’। যার ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। বাবা-মা ছাড়াও এই টিজারে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সালমান খান। পডকাস্টটি তিন বন্ধু- আরহান খান, দেব রায়নি এবং আরুশ ভর্মাকে ঘিরে তৈরি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরহানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায় অরি, মাহিপ কপুর, ভাবনা পান্ডে, সীমা খান, নীলম কোঠারি সোনি এবং সোহেল খানকে। 

এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। আরহান খানের এই পডকাস্ট কবে মুক্তি পাবে তার তারিখ যদিও এখনও প্রকাশ করা হয়নি। তবে এটি ইউটিউবে দেখা যাবে। পডকাস্টটি ৬টি ভাগে আসবে। করণ জোহর, কারিনা কাপুর এবং ক্যাটরিনা কাইফের মতো অনেক সেলিব্রিটি তার ভিডিও শেয়ার করে আরহানকে সমর্থন করেছেন।

তবে বিচ্ছেদ হলেও আরবাজ ও মালাইকা বরাবরই যৌথভাবে তাদের সন্তানকে মানুষ করেছেন এবং দায়িত্ব পালন করেছেন। যা অনেকের কাছেই শিক্ষণীয় বলা চলে।