কলকাতার ইডেন গার্ডেনে গত ২৩ মার্চ রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। টিমের খেলা দেখতে কলকাতা উড়ে এসেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।
কলকাতার ইনিংস চলাকালে স্টেডিয়ামের কর্পোরেট বক্সে বসে ম্যাচ উপভোগ করছিলেন শাহরুখ। সিগারেট খাওয়ার সময় ক্যামেরার নজরে আসেন তিনি। ম্যাচ চলাকালে টেলিভিশনের ক্যামেরাতে আসে এই ভিডিও। যা মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শাহরুখের যে ধূমপানের অভ্যাস রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু তেই বলে স্টেডিয়ামের ভেতরে? গ্যালারিতে বসে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।
এক্সে শাহরুখের সমালোচনা করে একজন লিখেছেন, ‘এই তো শাহরুখ খান, বলিউড অভিনেতা আর কেকেআর টিমের অন্যতম কর্ণধার। প্রকাশ্যেই ধূমপান করছে, যা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিসিসিআই মাঠের ভেতরে ধূমপান করতে দিচ্ছে? এমন ঘটনা তো তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা মেনে নেওয়া যায় না। শাহরুখ খান, আপনার লজ্জা হওয়া উচিত।’
যদিও হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের চলতি মৌসুমের প্রথম জয় পান শ্রেয়াস আইয়াররা। দলের প্রথম জয়ের সাক্ষী ছিলেন শাহরুখ। ক্রিম রঙের শার্ট পরে এদিন ইডেনে এসেছিলেন ‘বাদশা’। চোখে তার ছিল কালো চশমা। সূত্র: হিন্দুস্তান টাইমস।