বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে সম্প্রতি দুবাই ও সৌদি আরবের রিয়াদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই ‘বাদশাহ’কে ঘিরেই দানা বেঁধেছে চরম বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটকে কেন্দ্র করে তোপের মুখে পড়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল।
অভিযোগ উঠেছিল, শাহরুখকে তিনি ‘কাকু’ বলে সম্বোধন করে অপমান করেছেন। তবে দীর্ঘ নীরবতা ভেঙে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই তুর্কি সুন্দরী।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক জমকালো পুরস্কার অনুষ্ঠানে মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চে দেখা যায় শাহরুখ খানকে। সেই মুহূর্তটি দর্শকাসনে বসে ভিডিও করছিলেন হান্দে এরচেল। ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকেই ভেবেছিলেন, শাহরুখের জনপ্রিয়তায় মুগ্ধ হান্দে। কিন্তু বিপত্তি বাধে একটি ভাইরাল স্ক্রিনশট নিয়ে।
সেই স্ক্রিনশটে দাবি করা হয়, হান্দে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি শাহরুখের ভক্ত নন, এমনকি তাকে চেনেনও না। তিনি কেবল তার বন্ধু আমিনা খলিলকে ক্যামেরাবন্দি করছিলেন।
ওই বিতর্কিত পোস্টের শেষে শাহরুখকে উদ্দেশ্য করে লেখা ছিল— ‘কে এই কাকুটা?’ এই মন্তব্য ছড়িয়ে পড়তেই চটে যান শাহরুখের অগণিত ভক্ত। মুহূর্তেই নেটপাড়ায় তীব্র ট্রোলের শিকার হন হান্দে।
লাগাতার কটাক্ষ ও সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন হান্দে এরচেল। ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটি শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুরো বিষয়টি সাজানো এবং ভুয়া। হান্দে বলেন, ‘এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আমি শাহরুখ খানকে কখনোই কাকু বলে সম্বোধন করিনি এবং তাকে না চেনার প্রশ্নই আসে না।’
অভিনেত্রীর এমন সোজাসাপ্টা জবাবের পর এখন নেটদুনিয়ায় নতুন প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি কোনো কারসাজি। শাহরুখ ভক্তদের একাংশ মনে করছেন, বাদশাহর বিশ্বজোড়া সম্মান ক্ষুণ্ণ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
ক্ষমা চাইলেন শাহরুখ খান, কেন?
বিশ্বের 'মোস্ট স্টাইলিশ' ৬৭ ব্যক্তির তালিকায় শাহরুখ
