বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২২ সালের নভেম্বর মাসে এই দম্পতির কোলে আসে তাদের প্রথম সন্তান রাহা কাপুর।
ছোট্ট রাহা এখন আস্তে-আস্তে বড় হচ্ছে। সেই বাবা রণবীর কাপুরের পরী। মেয়েকে একবিন্দু চোখের আড়াল করতে চান না তিনি। তার জন্য যেন সমস্ত পৃথিবী এক করে দিতে পারেন নায়ক। এখন নাকি রাহাই হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে ধনী সন্তান। তাঁর জন্য কি করতে চলেছেন রণবীর?
পৈত্রিক সূত্রে মুম্বাইয়ে কাপুরদের কৃষ্ণরাজ বাংলোটি পেয়েছেন রণবীর কাপুর। সেই বাড়িটির মেরামতির কাজ চলছে এখন। প্রায়ই বাড়ির বাইরে দেখা যায় রণবীর এবং আলিয়াকে। বাড়ির কাজকর্ম ঠিক করে হচ্ছে কি না, তা দাঁড়িয়ে থেকে তদারকি করেন তাঁরা। সেই বাড়িটি নামও পরিবর্তন হতে চলেছে। শোনা যাচ্ছে, রাহার নামে হবে বাড়িটি। আরও বড় ব্যাপার, সেই বাড়িটিও পাবে রাহাই।
রণবীর-আলিয়া দু’জনেরই টাকা খরচ হচ্ছে এই বাড়ির নিরাপত্তির পিছনে। বলা হচ্ছে, শাহরুখ খানের ‘মান্নাত’ এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’র পর এই বাড়িটি নাকি হতে চলেছে বলিউডের অন্যতম দামী বাড়ি। সেই বাড়ির মালিক হবে ছোট্ট মেয়ে রাহা। ২৫০ কোটি টাকা নাকি সেই বাংলোর দাম।