ঈশ্বর যা দেবেন তাতেই খুশি রণবীর!

মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরের সেপ্টেম্বরেই রণবীর-দীপিকা দম্পতির ঘর আলো করে আসছেন নতুন অতিথি। গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী। দীপিকাকে দেখে কিন্তু তা বোঝার উপায় নেই। ইতোমধ্যে অনেকেই বলতে শুরু করেছেন, হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন রণবীর-দীপিকা দম্পতি। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি তারা। তবে ছেলে কিংবা মেয়ে প্রসঙ্গে নিজের ইচ্ছের কথা জানালেন রণবীর সিংহ।

দীপিকা এবং রণবীর দু’জনেই বাচ্চাদের ভালবাসেন। সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন রণবীর। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন ছেলে হলে নাম রাখবেন শৌর্যবীর সিংহ। যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই। যে দেখতে একেবারে দীপিকার মতো হবে। তবে সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে আমরা বাছবিচার করি না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।’’

দীপিকার মা হওয়ার খবর জানার পর থেকেই বরাবরই স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে অভিনেতাকে। অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠান হোক, কিংবা বিমানবন্দরে ছাড়তে আসা- দীপিকাকে সব সময় আগলে রাখতে দেখা যায় রণবীরকে। এবার অপেক্ষা রণবীর-দীপিকা দম্পতির পরিবারে নতুন অতিথি আসার।