গান দিয়েই শোবিজ জগতে আত্মপ্রকাশ ঘটেছিল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। ২০০৪ সালে ভারতীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল তার। পরিণীতি বয়স তখন মাত্র ১৫ ছিল।
সম্প্রতি দূরদর্শন টিভির একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন নায়িকা। যেখানে দেখা যায়, একটি দেশাত্মবোধক গানে দলীয় শিল্পী হিসেবে গাইছেন তিনি। ভিডিওর সঙ্গে পরিণীতি বলেন, ‘এটাই আমার প্রকৃত অভিষেক।’
ওই পোস্টে হাজারো ইতিবাচক মন্তব্যে প্রশংসাও করছেন ভক্ত-অনুরাগীরা। কেউ মন্তব্য করেছেন, ‘তিনি একটুও বদলাননি! চেহারা একদম একই আছে!’; আবার কেউ লিখেছেন, ‘অসাধারণ জিনিস খুঁজে বের করেছেন।’
প্রসঙ্গত, অনেকেই হয়ত জানেন না, পরিণীতি যতটা ভালো অভিনয় করেন, তিনি পড়াশোনাতেও ঠিক ততটাই মেধাবী ছিলেন। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভারতের মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছিলেন তিনি। যে কারণে তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও পান। পরবর্তী সময়ে পরিণীতি ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফাইন্যান্স ও ইকোনমিক্স এই তিনটি বিষয়ে স্নাতক করেন। এছাড়াও মিউজিক নিয়ে স্নাতক ডিগ্রি রয়েছে তার।
অভিনয়ে পরিণীতি আত্মপ্রকাশ করেছিলেন ২০১১ সালে, ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবির মাধ্যমে। যেখানে তার নায়ক রণবীর সিং। পরিণতি যশরাজ ফিল্মসের পি আর হিসাবে ক্যারিয়ার শুরু করেন। শুরুর দিকে নাকি তার অভিনয় নিয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। পরে বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে 'সাত খুন মাফ' সিনেমার সেটে গিয়ে অভিনয়ে আগ্রহ জন্মায়। সূত্র: হিন্দুস্তান টাইমস।