কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ রেড কার্পেটে নজর ইতোমধ্যে কেড়েছেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তাকে ঝলমলে প্রজাপতির মতো দেখাচ্ছিল সেদিন। এদিকে রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারেও কিয়ারার লুক নেটিজেনদের হট ফেভারিট হয়ে উঠেছে। এদিনে কিয়ারার পাশাপাশি আসিল ওমরান, আধওয়া ফাহাদ, রামাতা-তৌলায়ে সি, সারোচা চানকিমহা ওরফে ফ্রিন এবং সালমা আবু দেইফের সঙ্গে সম্মানিত করা হয়।
ফটো-ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসা পাচ্ছেন কিয়ারা। এদিন সিদ্ধার্থ মলহোত্রার বউ পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। গলায় হিরে ও অন্যান্য দামি পাথর বসানো নেটলেস। সঙ্গে কালো জরির গ্লাভস।
বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন কিয়ারার ফ্রেঞ্চ রিভেরা থেকে শেয়ার করা ১৭ মে ভিডিওতে একটি অফ-হোয়াইট পোশাকে দেখা যায় তাকে। প্লাঞ্জ নেকলাইন ও হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর ও প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।
২০২৪ সালে কানে ডেবিউ করলেন কিয়ারা আদবানি। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন-থ্রিলারে। যেখানে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে 'ওয়ার-২'-তে। রণবীর সিংয়ের 'ডন-৩' ছবিতেও থাকছেন কিয়ারা।