বলিউড তারকারা প্রায়ই ঘরবাড়ি কেনার পেছনে প্রচুর টাকা-পয়সা খরচ করেন। সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। বলিউড ভিত্তিক একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বাইয়ের শহরতলিতে বিলাসবহুল একটি দোতলা বাড়ি কিনেছেন তৃপ্তি দিমরি। যার মূল্য ১৪ কোটি রুপি। এক দম্পতি বাড়িটির মালিক ছিলেন।
ইনডেক্স ট্যাপ ডটকমে প্রকাশিত ভূ-সম্পত্তি নিবন্ধন রেকর্ড অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে তার নতুন বাড়িটি মোট ২ হাজার ২২৬ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এরমধ্যে ২ হাজার ১৯৪ বর্গফুটের ওপর ভবন নির্মাণ করা হয়েছে।
উল্লেখ্য, ‘অ্যানিম্যাল’ চলচ্চিত্রের দুর্দান্ত সাফল্যের সাক্ষর রেখেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ৩০ বছর বয়সী এই তারকা এখন বি-টাউনে নির্মাতাদের চাহিদার শীর্ষে আছেন বলা চলে। ফলে তার দরজায় কড়া নাড়ছে বেশ কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব। এদিকে নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কলা’ প্রশংসিত হলেও ‘অ্যানিম্যাল’ মুক্তির পর তৃপ্তির কাজ বেড়েছে। ফলে আয়ও বেশি হচ্ছে। সুনাম অর্জনের পাশাপাশি এবার আবাসনে আর্থিক বিনিয়োগ করলেন অভিনেত্রী।