বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রেম করতে চান ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সবই রিল লাইফের গল্প, রিয়েল নয়।
সানিয়া মির্জার বায়োপিকে নাকি শাহরুখ খান তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। কপিল শর্মার শোতে বলিউড বাদশার এই ইচ্ছে প্রকাশের পরই নিজের বায়োপিকে অভিনয় করা নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন এ টেনিস তারকা।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, কপিল শর্মার শো-তে তাকে প্রশ্ন করা হয় যে শাহরুখ খান একবার বলেছিলেন যে তিনি সানিয়ার প্রেমিক হতে চান। তাই কিং খান অভিনয় করতে রাজি হলে সানিয়া ছবিটা করবেন কি না। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে টেনিস সুন্দরী বলেন বলেন,‘শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।’
উল্লেখ্য, সানিয়ার বর্ণময় জীবনের জানা-অজানা গল্পগুলো এবার রঙিন পর্দায় উঠে আসতে চলেছে। আর সেখানেই জুড়ে যাচ্ছে শাহরুখ খানের নাম।