বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘অ্যানিমাল’ সিনেমাটি বানিয়েছিলেন দক্ষিণ ভারতের নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমাটি নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার ‘অ্যানিমাল’সিনেমার চেয়ে বিগ বাজাটের সিনেমার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। রেড্ডির এবার সিনেমার নাম ‘স্পিরিট’। তেলুগু চলচ্ছিত্রে এই সিনেমায় দক্ষিণের জনপ্রিয় নায়ক প্রভাসের সাথে দেখা যাবে দক্ষিণ কোরিয়ার অভিনেতা মা ডং সিওকে।
ফিল্মফেয়ারের প্রতিবেদন বলছে, মা ডং সেওক, যিনি ডন লি নামেই বেশি পরিচিত, তাকে স্পিরিট সিনেমায় ভিলেনের ভূমিকায় দেখা যাবে। আর এ চরিত্রের জন্য প্রায় ১০ কোটি রুপি নিয়েছেন এই অভিনেতা।
‘ট্রেন টু বুসান’, ‘দ্য আউটলজ’ কিংবা মার্ভেলের ‘ইটারনালস’-এর মত সিনেমা দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ডন লি।
প্রভাসের সঙ্গে ডন লির নাম আলোচনা আসার পর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে । বড় পর্দার প্রভাসের সঙ্গে দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।