রেখা ও ঐশ্বরিয়াকে অনুপ্রেরণা মনে করেন আলিয়া

আলিয়া ভাট অল্প সময়ের মধ্যে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেন। যে কোনও চরিত্রেই তিনি যোগ্যতার প্রমাণ রেখেছেন। নিজেকে যোগ্য করে তুলতে অভিনেত্রী রেখা ও ঐশ্বরিয়াকে অনুসরণ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া এসব কথা জানিয়েছেন।

অভিনেত্রী জানান, পর্দায় সুন্দর নাচের দৃশ্য বলতেই তার মাথায় আসে ঐশ্বরিয়ার নাম। তার কথায়, পর্দায় নাচের দৃশ্যে কীভাবে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে হয়, তা শিখতে গেলে আমি ঐশ্বরিয়া রাই বচ্চন ছা়ড়া আর কারও নাম ভাবতে পারি না। তিনি অসাধারণ ছিলেন এবং আছেন। আমাকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি। তাকে দেখে মুগ্ধ হয়ে যাই। প্রায়ই ইউটিউবে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাচ দেখেন বলেও জানিয়েছেন আলিয়া।

অন্যদিকে রেখার সম্পর্কে আলিয়া বলেন, ভারতীয় চলচ্চিত্রের প্রসঙ্গ এলেই, একজন অভিনেত্রীর কথাই মাথায় আসে- তিনি হলে রেখা। তার সৌন্দর্যে ভারতীয় ছবি আলাদা মাত্রা পেয়েছে। প্রত্যেক প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা। ঠোঁটে লাল লিপস্টিক হোক বা লম্বা চুল, অথবা যে-ভাবে তিনি তাকাতেন, মাথায় ফুল গুঁজতেন, তা আর কেউ করে উঠতে পারবেন না। এটা ভিতর থেকে আসে। কিন্তু ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি সত্যিই বড় প্রভাব ফেলেছেন। সৌন্দর্যের এক আলাদা মাত্রা তৈরি করেছেন রেখা।

রেখা ও ঐশ্বরিয়া ছাড়াও এক সহ-অভিনেতাও তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলে জানান আলিয়া। তিনি হলেন শাহরুখ খান। ‘ডিয়ার জ়িন্দেগি’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত তার আসন্ন ছবি ‘জিগরা’ নিয়ে। ছবিতে তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। সূত্র: আনন্দবাজার