বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে এই জল্পনা। ইন্ডাস্ট্রির ভিতরে এখন একটাই ‘হট টপিক’। জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সম্পর্ক নাকি একেবারে তলানিতে এসে ঠেকেছে।
তারা নাকি ডিভোর্সের পথে হাঁটতে চাইছেন। অনেক দিন হল শ্বশুরবাড়িতে থাকছেন না ঐশ্বরিয়া।
বলিউড সূত্রে খবর, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন নায়িকা। মেয়েকে নিয়ে প্রায়ই পাপারাৎজিদের লেন্সবন্দি হন রাই সুন্দরী। কিন্তু মা-মেয়ের সঙ্গে দেখা যায় না অভিষেককে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দম্পতি।
এসবের মধ্যেই নিজের ব্লগে গুঞ্জন নিয়ে লিখলেন অমিতাভ বচ্চন। ব্লগে বিগ-বি স্পষ্টভাবে ‘অনুমান’ বা গুঞ্জন সম্পর্কে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়াতে চলা অভিষেক-ঐশ্বরিয়ার আলাদা হওয়ার গুঞ্জনের মধ্যে এমন পোস্ট, তা অনুমান করা যেতেই পারে। পোস্টে এই অভিনেতা অসত্য তথ্য মানুষের ওপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলে তা নিয়ে লিখেছেন।
প্রবীণ এই অভিনেতা লিখেছেন, ‘গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। যাচাইয়ের প্রয়োজন হয় তাদের, যারা নিজেদের ব্যবসা ও পেশার বাণিজ্যিক দিক নিশ্চিত করতে চায়। আমি তাদের পেশায় থাকার ইচ্ছাকে চ্যালেঞ্জ করব না এবং আমি সমাজে তাদের সেবা করার প্রচেষ্টাকে প্রশংসা করব।’
অভিনেতা এ-ও বলেন, ‘আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’
এদিকে বুধবার রাতে ঐশ্বরিয়া তাঁর মেয়ে আরাধ্য বচ্চনের ১৩তম জন্মদিনের অনুষ্ঠানের কিছু আনন্দময় ছবি শেয়ার করেছেন। তবে ছবিগুলোতে অভিষেক বচ্চনের অনুপস্থিতি আবারও ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগে ঐশ্বরিয়ার এক পারিবারিক অনুষ্ঠানেও অভিষেক বচ্চনকে অনুপস্থিত দেখা গিয়েছিল। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, ঐশ্বরিয়া তাঁর মায়ের সঙ্গে আলাদা বসবাস করছেন।
এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় একে-অপরের কাছে আসেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণেই না-কি তাঁদের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে। অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। ২০১১ সালের নভেম্বরে এই তারকা দম্পতির কোলজুড়ে আসে একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।