অস্কার থেকে বাদ পড়ল ‘লাপাতা লেডিস’

বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ‘লাপাতা লেডিস’। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে ভারত থেকে মনোনীত করা হয়েছিল ছবিটি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের আগে প্রকাশিত সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পায়নি আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ছবিটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ঘোষণা করা হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা।

তবে ‘লাপাতা লেডিস’ এই তালিকায় জায়গা না পেলেও ভারতীয় নির্মাতা সন্ধ্যা সুরি পরিচালিত হিন্দি ছবি ‘সন্তোষ’এই চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি জমা পড়েছিল যুক্তরাজ্য থেকে।

আগামী ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা। ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন। ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন।

চলতি বছরের ১ মার্চ ‘লাপাতা লেডিস’ মুক্তি পায়। তবে মুক্তির পর রীতিমতো সিনেমাপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিল ছবিটি। পারিবারিক আবহে রোমান্স, কমেডি, সামাজিক বার্তায় ভরপুর সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল।

আমির খানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন কিরণ রাও।মূলত ভারতীয় সমাজের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি নারীর স্বাধীনতাকেই উপজীব্য করে নির্মিত হয়েছে। যা নাড়া দিয়েছে উপমহাদেশের দর্শকদের। সেই ছবি নিয়েই এবার বহুদিনের লালিত স্বপ্ন পূরণের প্রত্যাশায় বুক বেঁধেছেন ভারতীয়রা।