বিবাহবিচ্ছেদের পরেও নানা কারণে বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান ও কিরণ রাওয়ের সম্পর্ক মন ছুঁয়েছে অনেকের। কিরণের শেষ সিনেমা ‘লাপাতা লেডিজ’ সকলের মন জয় করেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, ২০১০ সালে মুক্তি পাওয়া তার পরিচালিত প্রথম সিনেমা ‘ধোবি ঘাট’-এর কিছু মুহূর্ত ভাগ করেছেন। তিনি তার প্রাক্তন স্বামী আমির খানের সঙ্গে সেই সিনেমায় কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন।
কিরণ জানান, প্রথমে তিনি আমিরের কোনও পরামর্শই তেমন একটা শুনতেন না। এবং তার ওপর শুটিং সেটে রীতিমতো নির্যাতন করতেন। যা দেখে আমির বলেছিলেন, কিরণের সঙ্গে অন্য সবার মতোই আচরণ করা উচিত ছিল পরিচালকের।
কিরণের কথায়, ‘আমার মনে হয় ‘ধোবি ঘাট’ ছবিতে দারুণ কাজ করেছে আমির। তবে ছবিটা করার সময় আমি বেশ চাপেই ছিলাম। সেই সময় আমি ওকে কিছুটা নির্যাতনও করেছি। আমির কোনোও পরামর্শ দিতে এলেই আমি বলতাম, ‘না, না, না’।
নিজের জীবনের প্রথম ছবি, তাই খানিক আতঙ্কেই থাকতেন কিরণ। তারমধ্যে স্বল্প বাজেট। কিরণের কথায়, ‘সেটি অল্প বাজেটের ছবি। ফলত আমি আতঙ্কিত ছিলাম যে, আমি যা চাই তা করতে পারব কি না। আমি সেটে অন্য সকলের প্রতি খুব ধৈর্যশীল ছিলাম। কারণ, স্পষ্টতই আমি অন্য কারও ওপর তো আর চিৎকার করতে পারব না। ’
‘অন্যদের সঙ্গে কথা বলার সময় তাই সচেতন থাকতাম। কিন্তু আমিরের সঙ্গে আমার সে সব করার দরকার পড়ত না। কারণ, ও আমার স্বামী। রাগ হলে ওর ওপরেই দেখাতাম।’