বলিউড অভিনেতা সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়। হাসপাতাল থেকে সাইফ বাড়ি ফেরার আগেই সাইফের বাড়ি পৌঁছে যান রণিত রায় ও তার টিম। কারণ, এখন রণিতের নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ জানুয়ারি নিজের বাড়িতে সাইফ আলী খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রণিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়।
এ সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন। তবে সাইফ আলী খান ও তার পরিবারকে দেওয়া নিরাপত্তার বিষয়ে কিছু বলেননি রনিত।
অভিনেতা রণিত রায় এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরসহ আরও বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।
বলিউড সুপারস্টার সাইফ আলি খান নিজ বাড়িতে হামলার শিকার হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন। এই অবস্থায় তার নিরাপত্তা আরও জোরালো করা হচ্ছে।