খাদে পড়ে নোরা ফাতেহির মৃত্যু?

বলিউডের আবেদনময়ী নারীর মধ্যে অন্যতম সুন্দরী অভিনেত্রী ও ড্যান্সার নোরা ফাতেহি। নিজের রূপ আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের জন্য গর্ব করেন নোরা।

কখনও কাজ আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় চলে আসেন তিনি। কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন। এর মাঝেই শিরোনামে নোরা ফতেহি। সমাজ মাধ্যমে ছড়িয়েছে নায়িকার মৃত্যু সংবাদ। 

নোরা

শোনা যায়, দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ের খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই নাকি মৃত্যু হয় তার। এমন খবর ছড়িয়ে পড়তেই নোরার সহযোগী দলের তরফ থেকে কী জানানো হয়?

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ে মাঝে আটকে পড়েছেন এক নারী। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’ অনেক দূর থেকে ভিডিওটি তোলায় ওই নারীর মুখ অস্পষ্ট ছিল। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলেই উড়িয়ে দেওয়া হয়। নোরা যে একেবারে সুস্থ হয়েছেন সে বার্তাও দেওয়া হয়েছে।

নোরা ফাতেহি

২০১৪ সালে বলিউডে প্রবেশ করেন নোরা ফাতেহি। এক দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৫ সালে ‘রোত্তে হুয়ে আদমি’ সিনেমায়। এরপর ২০১৮ সালে দিলবার গানে নেচে বেশ জনপ্রিয়তা পান তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন