বুকিংয়েই ঝড় তুলল ‘সিকান্দর’!

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। তার সিনেমা মানেই ‘ব্লকবাস্টার হিট’। তিন দশকেরও বেশি সময় ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন এ অভিনেতা।

আসন্ন ঈদে প্রেক্ষাগ্রহে মুক্তি পাছে সাল্লু ভাইয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এ ছবি নিয়ে সালমান-ভক্তদের উত্তেজনা তুঙ্গে। এবার অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে দিলেন সালমান খান।

মঙ্গলবার (২৫ মার্চ) ‘সিকান্দর’-এর অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই ৪০ হাজার টিকিট শেষ। শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিটই যা বিক্রি হয়েছে, তাতে ১.১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ভাইজানের ছবি। 

অন্যদিকে ব্লক বুকিংয়ের হিসেব ঘেঁটে বলিউডের সংবাদ মাধ্যম বলছে, অগ্রিম বুকিংয়েই ‘সিকান্দর’ ৫ কোটি টাকার বেশি আয় করেছে। গোটা ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকান্দর’। সেন্সর বোর্ডের কাঁচিতেও খুব একটা কাটছাট হয়নি! বেশ কয়েকটি দৃশ্য ঝাপসা করে দেওয়ার পাশাপাশি খান কয়েক শব্দ ‘মিউট’ করে দেওয়া হয়েছে মাত্র। 

সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১.৮৪ লক্ষ টিকিট হু হু করে বেরিয়ে গিয়েছে ভারতের রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। 

তাঁদের অনুমান, পয়লা দিনেই ৫০ কোটির গণ্ডি পেরবে সালমান খানের ‘সিকান্দর’। এদিকে ঝড়ের গতিতে টিকিট বিক্রি দেখে ভাইজান ভক্তদের ভবিষ্যদ্বাণী, ‘ব্লকবাস্টার হবেই’।

আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে সিনেমাটি। রোমান্স ও অ্যাকশন নির্ভর এ সিনেমায় প্রথমবার রাশমিকা মান্দানার সঙ্গে জুটি গড়েছেন বলিউড মেগাস্টার সালমান খান।