নাগা-শোভিতাকে নিয়ে নতুন গুঞ্জন

বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালা বেশির ভাগ অনুষ্ঠানে ঢিলেঢালা পোষাকে হাজির হচ্ছেন। এ নিয়ে নতুন গুঞ্জনে মেতেছেন দর্শকরা। জানুয়ারি মাসে শোভিতাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাহলে কি বিয়ের পাঁচ মাসেই মা হতে চলেছেন অভিনেত্রী?

এবার গুঞ্জন শোনা যাচ্ছে নাগা-শোভিতা নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। তারা মা-বাবা হতে যাচ্ছেন।

বেবিবাম্প ঢাকতেই নাকি ভারী শাড়ির আঁচলের আশ্রয় নিয়েছিলেন শোভিতা। যদিও দম্পতি নিজে থেকে কোনো বিবৃতি দেননি। তবে খুব শিগগিরিই বাবা-মা হওয়ার সুখবর শোনাতে যাচ্ছেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

এদিকে ঘনিষ্ঠ সূত্র এমন জল্পনা উড়িয়ে জানিয়েছে, এরকম কোনো সুখবর আপাতত নেই। শুধুমাত্র স্টাইলিংয়ের জন্যই ঢিলেঢালা পোশাক পরেন শোভিতা।

দীর্ঘদিনের প্রেমিকা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে করেও সংসার সুখের হয়নি নাগার। তাকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। সামান্থার সঙ্গে ঘর করাকালীনই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা।

২০২২ সালে শোভিতার সঙ্গে দেখা হয় নাগার। সেই সময়ে হায়দরাবাদে ‘মাঙ্কিম্যান’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও তাকে দেখা যায়। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা-শোভিতা।