বলিউডে তুরস্ক ও আজারবাইজান নিষিদ্ধ

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক ও আজারবাইজানের পাকিস্তান সমর্থনের প্রতিবাদে ভারতের চলচ্চিত্র শিল্পের শীর্ষ সংগঠন ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) দেশ দুটির সাথে সব ধরনের চলচ্চিত্র সম্পর্কিত কার্যক্রম নিষিদ্ধ করেছে। 

বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনটির আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।  

গত ৮ মে তুরস্ক ও আজারবাইজান ভারত-পাকিস্তান সংঘাতের বিষয়ে পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন জানায়। এছাড়া, ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করায় এই দুই দেশের বিরুদ্ধে ভারতের চলচ্চিত্র জগতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এরই প্রতিক্রিয়ায় এআইসিডব্লিউএ তুরস্ক ও আজারবাইজানের সাথে চলচ্চিত্র শিল্পের সকল সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয়।  

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে:  

  • তুরস্ক ও আজারবাইজানে বলিউড চলচ্চিত্রের শুটিং সম্পূর্ণ নিষিদ্ধ।  
  • এই দুই দেশের প্রযোজক, শিল্পী ও কলাকুশলীদের ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করতে দেওয়া হবে না।  
  • পূর্বে স্বাক্ষরিত চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হবে এবং প্রয়োজনে বাতিল করা হবে।  
  • এই দুই দেশের শিল্পীদের ভারতীয় ভিসা বাতিলের দাবি উঠেছে।  

বলিউডের বেশ কয়েকজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক ইতোমধ্যে তুরস্ক ও আজারবাইজানে শুটিং না করার ঘোষণা দিয়েছেন। এআইসিডব্লিউএ হুঁশিয়ারি দিয়েছে, কোনো ভারতীয় শিল্পী বা নির্মাতা যদি এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

এআইসিডব্লিউএ-এর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনেক ভারতীয় নাগরিক তুরস্ক ও আজারবাইজান ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন বলে জানা গেছে।  

এই নিষেধাজ্ঞা কতদিন কার্যকর থাকবে বা ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতীয় চলচ্চিত্র শিল্পের পক্ষ থেকে এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।