কারিশমার সাবেক স্বামী কত টাকার সম্পদ রেখে গেলেন

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি সঞ্জয় কাপুর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০০৩ সালে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কারিশমা কাপুরের। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন ছিল কারিশমা-সঞ্জয়ের। কিন্তু সঞ্জয়ের সঙ্গে সুখী ছিলেন না অভিনেত্রী। যার ফলে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

তার সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা গেছে, সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি)। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ২ হাজার ৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন।

সঞ্জয় কাপুর ছিলেন অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা সোনা কমস্টারের চেয়ারম্যান। এই সংস্থার বাজারমূল্য ছিল ৪০ হাজার কোটি রুপির কাছাকাছি। বিশ্বের শীর্ষ ১০ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে ৭টিরই যন্ত্রাংশ সরবরাহ করত সোনা কমস্টার। বৈদ্যুতিক গাড়ির (ইভি) খাতে ভারতীয় অগ্রগতির অন্যতম পথপ্রদর্শক ছিল কোম্পানিটি।

কারিশমা কাপুরের সঙ্গে  বিচ্ছেদের পর  মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি। প্রিয়ার আগের বিয়ের একটি কন্যাসন্তানকে দত্তক নেন সঞ্জয়। তাদের ঘরেও একটি সন্তান রছেছে। যার নাম আজারিয়াস।

পারিবারিক ছবিতে বামে তৃতীয় স্ত্রী প্রিয়ার ঘরে মেয়ে-ছেলে এবং কারিশমার ছেলে-মেয়ে (ডানে)। ছবি: সংগৃহীত

কারিশমার সঙ্গে বিচ্ছেদের পরও এই সংসারের দুই সন্তান সামাইরা ও কিয়ানের সঙ্গে সব সময় যুক্ত ছিলেন সঞ্জয়। তাদের জন্য ১৪ কোটির বন্ড কিনে রাখেন সঞ্জয়।

দ্বিতীয় স্ত্রী কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ায় কোনো সম্পত্তিই তিনি পাচ্ছেন না। জানা যায়, ২০১৬ সালে আইনি পথে তাদের বিবাহ বিচ্ছেদ হলে সে সময়ই কারিশমা ও তার দুই সন্তানকে নগদ অর্থ ও সম্পত্তি লিখে দেন সঞ্জয়।
 
ওই সময় সঞ্জয় কাপুর তার বাবার বাড়িটি খোরপোশ বাবদ করিশমাকে লিখে দেন। আর ছেলে মেয়েদের বড় হয়ে উঠতে কোনো সমস্যা না হওয়ার জন্য ১৪ কোটি টাকর একটি বন্ড কিনেন। তা থেকে প্রতি মাসে সুদ বাবদ আসে ১০ লাখ টাকা। সন্তানের ভরণপোষণের জন্য সে অর্থ প্রতি মাসে পান কারিশমা।